দ্যা রেড জুলাই মৌলভীবাজার জেলার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তন হলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দ্যা রেড জুলাই–সিলেট বিভাগের নেতৃবৃন্দের মৌলভীবাজার আগমন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে সিলেট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় আহত জুলাই যোদ্ধাদের কাছ থেকেও আন্দোলনের অভিজ্ঞতা ও তাৎপর্য শোনা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দ্যা রেড জুলাই সিলেট বিভাগীয় টিমের আহবায়ক মহররম ব্যাপারি, সদস্য সচিব মোহাম্মদ জহির খান, মুখপাত্র মুদ্রা মোহাম্মদ, মুখ্য সংগঠক আবিদ আহমেদ ও সিলেট জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সানোয়ার হোসেন জীবন, এহসান আহমেদ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার থানার তদন্ত কর্মকর্তা মিনহাজ আহমেদ এবং মৌলভীবাজার জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।