বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কানাইঘাটে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা কানাইঘাট

  • প্রকাশের সময় : ১৭/০৮/২০২৫ ০৭:১২:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
26

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কানাইঘাটে সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।


গতকাল শনিবার সকাল ১১টায় পৌরসভার রায়গড় শ্রী শ্রী গীতা বিদ্যা নিকেতন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে নগর সংকীর্তনের র‌্যালিটি কানাইঘাট উপজেলা রোড হয়ে বাজার ও ডাকবাংলো প্রদক্ষিণ শেষে পুণরায় গীতা বিদ্যা নিকেতন প্রাঙ্গনে এসে উৎসব অঙ্গনে মিলিত হয়। দুপুর ১২টায়  উৎসব অঙ্গনে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন অশোক রঞ্জন চন্দ। দুপুর ১টায় ধর্মীয় আলোচনা সভা ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় পূর্ণার্থীদের মাঝে মহা প্রদাস বিতরণ করা হয়।  


সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাস অপুর সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদ্যাপনের সদস্য সচিব সুকান্ত চক্রবর্তী এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি প্রতাপ চন্দ্র দাসের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দুর্গা কুমার দাস।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি সলিল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ভানু লাল দাস, বর্তমান সভাপতি ভজন লাল দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ শর্মা, সহ সভাপতি বিশ^জিৎ রায়, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুবোধ চন্দ্র দাস, পৌর হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক নিহার বর্ধন, উপজেলা ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ। অন্যান্যদের বক্তব্য রাখেন, জগদীশ চৌধুরী, বাবুল চন্দ্র দাস, দয়াময় দাস, সিতেন দাস, জয় চক্রবর্তী মুন্না, লিটন চন্দ, কানু মুদি, সুজন রাম দাস, গৌরাঙ্গ দাস, নির্মল চন্দ্র দাস, পুরোহিত সমর চক্রবর্তী প্রমুখ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি