বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় ৫জন গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৬/০৮/২০২৫ ১১:৪৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
9

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৫ আগস্ট) মধ্যরাত থেকে শনিবার(১৬আগস্ট) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।


গ্রেফতারকৃদের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাই রাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার ছেলে মো.আবু সাঈদ (২১), নাজিরের গাও এলাকার মৃত মনফর আলীর ছেলে মো.আবুল কালামকে (৩২) তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।


অন্যদিকে ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে গ্রেফতার করা হয় কোম্পানীগঞ্জ উপজেলার লাছু খাল এলাকার শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলম( ৩৫)।


এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গ্রেফতারকৃত সকলকে খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


এর আগে শুক্রবার ভোলাগঞ্জ সাদাপাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) মহা-পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০০-২০০০ জনকে আসামি করা হয়েছে।


প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি করা হয়। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়। সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার(১৪আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করে। যা এখনো চলমান রয়েছে। এদিকে গতকাল পর্যন্ত প্রায় ১লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাথরগুলো পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি