বিশ্বের সবচেয়ে বড় পুলিশ বাহিনী হিসেবে পরিচিত নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) অফিসার পদে নিয়োগ পেয়েছেন সিলেটের বিশ্বনাথের খালেদ জামান আদি।
শুক্রবার(১৫ আগস্ট) এনওয়াইপিডি’র হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগপত্র তুলে দেন পুলিশ প্রধান জন এম. চেল।
খালেদ জামান আদি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের আব্দুল মজিদ ও মোছা.ফরিদা বেগম দম্পতির ছেলে। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে সর্বকনিষ্ঠ খালেদ।
জানা যায়, খালেদ জামান আদি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়লেখা করতেন। এছাড়াও তিনি দেশে বিশ্বনাথ মেরিট কেয়ার স্কুলে এন্ড কলেজে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।পরবর্তীতে তিনি নিউইয়র্ক চলে যান।
শনিবার(১৬আগে) সিলেটপ্রতিদিনের সাথে আলাপকালে খালেদ জামান আদি বলেন, পুলিশ অফিসার পদে ১ বছর আগে আবেদন করেছিলাম তারই প্রেক্ষিতে আজকে নিয়োগ হয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেনো বাংলাদেশ তথা সিলেটের সুনাম রক্ষা করতে পারি।
তিনি বলেন, পুলিশ অফিসার পদে নিয়োগের খবর পেয়ে দেশ ও বিদেশের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি আমার বাবা-মা, ভাই-বোন সকলের প্রতি কৃতজ্ঞ। তাদের উৎসাহ পেয়ে আজ এই পর্যন্ত আসা।