বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যােগে মিলাদ দোয়া ও শিরনী বিতরণ

  • প্রকাশের সময় : ১৫/০৮/২০২৫ ১০:৩১:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
27

১৫ই আগস্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টে নিহত সকল শহিদের আত্মার,মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধুর জীবীত দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য  কামনা করে সিলেটের দুই ওলির মাজারে মিলাদ দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে।


শুক্রবার (১৫ আগস্ট)সকালে হযরত শাহজালাল মাজার মসজিদ ও  বাদ জুমা হযরত শাহপরান (র:) মাজার মসজিদে  মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা  সাজলু লস্কর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। 


এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। 


এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি