১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টে নিহত সকল শহিদের আত্মার,মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধুর জীবীত দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে সিলেটের দুই ওলির মাজারে মিলাদ দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট)সকালে হযরত শাহজালাল মাজার মসজিদ ও বাদ জুমা হযরত শাহপরান (র:) মাজার মসজিদে মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।