শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজকে ঢাকায় বদলি

  • প্রকাশের সময় : ১৫/০৮/২০২৫ ০১:৫৩:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
56

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে প্রেষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। ১২ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।


স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


নুর আজিজুর রহমান ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেন। প্রায় চার বছর দায়িত্ব পালনের পর তিনি ঢাকায় বদলি হলেন। এর আগে থেকেই তিনি সিসিকের প্রকৌশলীর দায়িত্বে।


নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি সিসিকের চলমান প্রকল্পগুলো হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি