বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

বিশ্বনাথে কেক কেটে উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন

  • প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫ ০২:০৬:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সিলেট প্রতিদিন।
Share
16

আগামী ১৮ আগষ্ট জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২৫। আর এই খেলায় অংশগ্রহণ উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২আগষ্ট) সন্ধ্যায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে এর সার্বিক সহয়তায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় অতিথিবৃন্দ কেক কেটে জার্সি উন্মোচনের আনুষ্ঠানিকতা শুরু করেন।


উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সুনন্দা রায়’র সভাপতিত্বে এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ফুটবল দলের আহবায়ক ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা ফুটবল দলের কোচ রাহুল, ক্রীড়া সংগঠক ও যুবদল নেতা তারেক আহমদ খজির।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি