বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

সিলেটে আবারও খু ন

  • প্রকাশের সময় : ১২/০৮/২০২৫ ১১:২২:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের নিহত আজাদুর রহমান।
Share
187

সিলেটের এয়ারপোর্ট থানাধীন বুড়জান চা বাগানের পাশের খাদিমনগর জাতীয় উদ্যানের কাছে আজাদুর রহমান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আজাদুর গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে।


মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আজাদের সঙ্গে থাকা আরেক যুবক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জানায়, মাত্র ১,৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আজাদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান বলেন, “আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি