বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

সাদাপাথর লুট: কোম্পানীগঞ্জ বিএনপির সভাপতির পদ স্থগিত

  • প্রকাশের সময় : ১১/০৮/২০২৫ ১১:৫৭:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
59

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি।


রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মতো সাদাপাথরেও শুরু হয় লাগামহীন লুটপাট। এসব লুটপাটে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নেতারা সম্পৃক্ত থাকার অবিযোগ রয়েছে।


সম্প্রতি পাহাড়ি ঢলের সাথে সাদাপাথর হিসেবে পরিচিত ধলাই নদের উৎসমুখে বিপুল পরিমাণ পাথর এসে জমা হয়। এরপর প্রকাশ্যেই সেই সব পাথর নৌকা করে নিয়ে লুট করা শুরু হয়। প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে। নদী তীরের বালিও মাটি খুঁড়েও চলছে লুট। অবাধ লুটপাটে সাদাপাথর প্রায় পাথরহীন বিরানভূমিতে পরিণত হয়েছে।


সাদাপাথরে লুটপাটে প্রথম থেকেই স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম উঠে আসে। তবে এতোদিন বিএনপি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। গত দুদিন ধরে সাদাপাথরে লুটপাটের বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এনিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর রোববার রাতে সাহাব উদ্দিনের পদ স্থগিতের তথ্য জানায় বিএনপি।


রুহুল কবির রিজভী সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজী, দখলবাজীসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি