সিলেট নগরীর টিলাগড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের খবর পাওয়া যায়।
জানা যায়, সোমবার (১১ আগস্ট) সিলেট মহানগরীর টিলাগড় এলাকার একটি বাসা-বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সিলেট ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মামুন মিয়া। তিনি বলেন, নগরীর টিলাগড় এলাকার একটি বাসা-বাড়িতে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।