বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সিলেটে ডা কা তি তে ধরা পড়লেন বিএনপি নেতা, দল থেকে বহিষ্কার

  • প্রকাশের সময় : ০৯/০৮/২০২৫ ১০:৫৬:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
221

সিলেটে ডাকাতি মামলায় গ্রেফতারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

 

শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহফুজুর রহমানকে দল ও সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কারের পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, ‘সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয় এবং বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পর তাকে বহিষ্কার করা হয়।’

 

মামলার নথি অনুযায়ী জানা যায়, গত ২৭ জুলাই সিলেট এয়ারপোর্ট রোড এলাকায় ডাকাতির অভিযোগে স্থানীয়রা পিটিয়ে মাহফুজুর রহমানকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।

 

 


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি