বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

বিয়ানীবাজারে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৯/০৮/২০২৫ ১০:৩৯:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
21

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আশরাফ আহমদ (৪২) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাঠলিপুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।


আশরাফ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। আর আহতরা হলেন- নিহত আশরাফের চাচাতো ভাই মৃত শিহাব উদ্দিনের স্ত্রী সিএনজি আরোহী মনোয়ারা বেগম (৪০) ও তার প্রায় ৫০ বছর বয়সী এক ভাই।


জানা যায়, মনোয়ারা বেগম ও তার ভাই চিকিৎসার জন্য সকালে সিলেট নিয়ে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তারা। তাদের প্রথমে চারখাই এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আহমদের মৃত্যু হয়।


বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার পরপর আহতদের হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তার লাশ ওসমানী মেডিকেলের মর্গে রয়েছে।


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি