সিলেটে মধ্যরাতে হেলমেট পড়ে সরকার বিরোধী পোস্টার লাগিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের কর্মীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) নগরীর বিভন্ন স্থানে এসব পোস্টার সাটানো হয়। পোস্টারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ লেখা রয়েছে।
এদিকে, সরকার বিরোধী পোস্টার সাটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মাথায় হেলমেট পড়ে বিদ্যুতের খুটিতে এনসিপির সিলেট পদযাত্রা সম্বলিত একটি পোস্টারের উপর সরকার বিরোধী স্লোগানের পোস্টার সাটাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দেয়ালে এসব পোস্টার সাটানো হয়েছে।
একইভাবে, নগরীর চৌহাট্টা, নয়াসড়ক, জেল রোডসহ বিভিন্ন স্থানে একই পোস্টার সাটানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে- ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’। নিচের অংশে লিখা রয়েছে সিলেট জেলা ছাত্রলীগ।
জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারীরা এই কাজের সঙ্গে জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। যারা এ ধরণের কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।