বালাগঞ্জে বাকীতে সিগারেট না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে প্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তার হওয়া আলামীন বালাগঞ্জ ইউনিয়নের গহরমলি গ্রামের গেদাই মিয়ার ছেলে।
৫আগষ্ট দিনগত রাতে আলামীনের নানাবাড়ি বালাগঞ্জ ইউনিয়নের পীরপুর গ্রাম থেকে তাকে প্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে থাকা দোকানে হামলার শিকার হন বালাগঞ্জ ইউনিয়নের গহরমলি-রহমতপুর গ্রামের মলিক মিয়ার ছেলে আমিনুল হক। এই ঘটনায় আমিনুলের চাচাতো ভাই এলামুল হক বাদী হয়ে ঘটনার দিন বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে ৪আগস্ট এটি মামলা হিসেবে রুজু করে, মামলা নং-৪। মামলার এজাহারে আলামীনসহ তার ভাই হাসন মিয়া, রাজু মিয়া, সাজন মিয়া ও জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১আগস্ট বিকেলে গ্রেপ্তার হওয়া আলামীন দোকানদার আমিনুলের কাছে বাকীতে সিগারেট চান। আমিনুল বাকীতে সিগারেট দিতে অপারগতা দেখান। এতে ক্ষিপ্ত হয়ে আলামীন দোকানদার আমিনুলকে গালাগাল, মারধর ও মাথায় আঘাত করে আহত করেন। এসময় দোকানদারের বোন ঘটনাস্থলে গেলে তাকেও আক্রমণ করা হয়।
মামলার বাদী এনামুল হক বলেন, আমার চাচাতো ভাই আমিনুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর আলামীন এবং তার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় দোকানে হামলা চালিয়ে ভাঙচুর মালামাল লুটপাট করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বালাগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, আলামীনকে গ্রেপ্তার করে ৬ আগস্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।