সিলেট মহানগরের কিনব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় রজব আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. সজীব খান।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কিনব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে একজনের ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- ঘটনার সময় হামলাকারী ও ডালিম আলী আমজদের ঘড়ির পাশে দাঁড়িয়ে আলাপ করছিলেন। হঠাৎ একজন ছুরি বের করে ডালিমকে আঘাত করে। ছুরিকাঘাতকারী যুবক পরে সবার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে বা এগিয়ে আসতে সাহস করেননি। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে।
এর আগে স্থানীয়রা ডালিমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. সজীব খান বলেন- নিহত যুবক ও আটক রজব আলী দুজনই ছিতনাইকারী চক্রের সদস্য। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, বখরা আদায় নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে ডালিমকে ছুরিকাঘাত করা হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।