বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

সিলেটে তিন ঘন্টার ব্যবধানে প্রকাশ্যে ২ খুন

  • প্রকাশের সময় : ০৮/০৮/২০২৫ ০৮:৫৫:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
126

সিলেটে ৩ ঘণ্টার ব্যবধানে দু’জন খুন হয়েছেন। এর মধ্যে ৭ আগস্ট রাত ৮ ঘটিকায় সিলেটের মৌলভীবাজারের ব্যবসায়ী রবেল আহমদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অপরদিকে রাত সাড়ে ১১ ঘটিকায় সিলেট নগরীর ক্বীন ব্রীজের পাশে ডালিম নামে অপর এক যুবককে ছুরিকাহত করে খুন করে দুর্বৃত্ত। 


জানা গেছে, মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ্ মোহাম্মদ রুবেল আহমদ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।


নিহতের শ্যালক মো. আজিজ আহমদ জানান, রুবেল প্রতিদিনের মতো তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহত অবস্থায় বেরিয়ে বাঁচার জন্য কাকুতি মিনতি করে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন তাকে সহায়তার জন্য।


স্থানীয়রা জানান,রুবেলের পেটে ও গলার দিকে কুপ এবং ছুরিকাতের চিহ্ন রয়েছে। এসম দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি।


অপরদিকে, সিলেটের ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে অপর এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম ডালিম (৩৫)। ময়মনসিংহ জেলার একই থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।


বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। 


বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।


এদিকে বাংলাদেশে অপরাধীদের বেপরোয়া এবং নৃশংস আচরণের পেছনে রাজনীতি, বিচারহীনতার সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ এমন অবস্থা অব্যাহত থাকলে একটি অপরাধপ্রবণ সমাজের শিকড় আরো গভীরে যাবে বলে মনে করছেন তারা৷


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি