সিলেটের সাগরদীঘীর পার এলাকা থেকে জালিয়াতি, প্রতারণা, সংঘর্ষ ও সরকারী কাজে বাধা প্রদানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কতোয়ালী মডেল থানা পুলিশ।
৬ আগস্ট বিকালে নগরীর মধুশহীদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শশাংক দাস তালুকদার, ইকবাল মিয়া,আনোয়ার হোসেন আনা।
পুলিশসুত্রে জানা যায়,উল্লেখ্য যে, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়পত্র, মিথ্যা কাগজপত্র ও ভূয়া পাওয়ার অব অ্যাটর্নি সৃজন করে জমি আত্মসাৎ, প্রতারণা ও সহিংস কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু তাই নয়, ক্ষমতা কায়েমের উদ্দেশ্যে তারা সংঘবদ্ধ হয়ে একাধিকবার অস্ত্রশস্ত্রসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করে এবং পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ একাধিক সদস্য আহত হন ।
এছাড়াও ভুয়া নাম-পরিচয়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি সৃজন করে তারা জমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলানকরা হয়।মামলা নং-০৬।