বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেনযাত্রীদের ৮দফা দাবি ঘোষণা

  • প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫ ০৭:৫০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

কুলাউড়া উপজেলা তথা সিলেটি ট্রেনযাত্রীরা বৃহস্পতিবার ০৭ আগস্ট স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলন করে ৮ দফা দাবি ঘোষণা করেন। এছাড়া ০৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় রেলওয়ে স্টেশনে এক মানব বন্ধন কর্মসূচি আহবান করেছে।


ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি হলো- সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া- সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।


ট্রেন যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলনে কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে দাবিদাওয়া উত্থাপন করেন এম আতিকুর রহমান আখই। সহমত ব্যক্ত করে বক্তব্য দেন খালেদ পারভেজ বখস, ময়নুল হক পবন, এম মোক্তাদির হোসেন ও একেএম জাবের আহমদ প্রমুখ।


শনিবারের মানববন্ধনে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে অংশ গ্রহনের উদাতত্ আহ্বান জানান সমন্বয়করা।


কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেনযাত্রীদের ৮দফা দাবি ঘোষণা । ভিডিও চিত্র কমেন্ট বক্স


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি