বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

জকিগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫ ০৮:১২:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
31

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বারহাল ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বুধবার (৬আগস্ট) দেড় শতাধিক কৃর্তি শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে ছিলো উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে বারহাল ইউনিয়ন শাখার সভাপতি নুরুল আমিনের পরিচালনায় ও আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আবু আইয়ুব মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.মুয়াজ্জেমুল ইসলাম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মারুফ (এইচআরডি সম্পাদক, জেলা পূর্ব), মাওলানা আব্দুস সামাদ, মাওলানা ফয়জুল ইসলাম ও আহমদ রশিদ শাব্বির সহ প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়াও ছাত্রজীবনে অধ্যবসায়ের গুরুত্ব, ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি