শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫ ০৯:৫৫:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি : সংগৃহীত
Share
34

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও মার্কিন দূতাবাস।

এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলে হুমায়ুন কবীরকে ফোনে পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।


জানা গেছে, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি