শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন : সিলেটে মঈন খান

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫ ০২:৩৬:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
30

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে গতকাল রাতে আমাদের বিজয় হয়েছে। তবে শুধু সময় নয়, আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। 

বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থাননের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, জনগনকে সাথে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নিবে এবং বিজয়ী হবে। সেজন্য দলীয় নেতাকর্মীকে প্রস্তুতি নিতে দিক নির্দেশনাও দিন তিনি।

 

সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয় বিজয় র‌্যালি। এতে অংশ নেন সংগঠনটির জেলা ও মহানগরের নেতাকর্মীরা। বৃষ্টির জন্য র‌্যালিটি সংক্ষিপ্ত করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ করেন নেতাকর্মীরা।

 

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি