বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫ ১২:২৮:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
34

এম ইলিয়াস আলীর গুমের পরে প্রতিবাদ কর্মসুচিতে হামলার মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ জানায়, সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক আলীকে গ্রেপ্তার করাহয়। মঙ্গলবার (৫ অগাস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌরসভার সেনারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক আলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সেনারগাঁও গ্রামের মৃত হাজী ইছকন্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী গুমের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রণক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা (যার নাম্বার ১০) দায়ের করেন উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর ছেলে হাবিবুর রহমান।


ওই মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার আশিক আলী।এছাড়াও, ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্বনাথ পৌরশহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলা এবং পৌরশহরের আল-মদিনা হোটেল ভাংচুরের ঘটনায় দায়ের করা আরেক মামলারও এজাহারভুক্ত আসামী আশিক আলী।

আশিক আলীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।



সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি