বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

জুলাই ঘোষণাপত্র : সিলেট থেকে যাওয়া ৫৪৮ আসনের বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ জন

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫ ১১:৩৯:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
34

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান উপলক্ষে ম্গলবার সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ জনের। রেলওয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

৫৪৮ আসনসংখ্যার ওই ট্রেন মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে সিলেট স্টেশন ছেড়ে যায়।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।

সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট স্টেশন ছাড়ার সময় ট্রেনটির বিভিন্ন বগিতে ৫০ জনের মতো যাতী ছিলেন। ৫০ থেকে ৬০ জন হতে পারে। এর বাইরে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি স্টেশনে যাত্রী উঠানো হয়। ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে বেলা ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে। পরে রাত ৯টার দিকে আবার বিশেষ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে বুধবার ভোরের দিকে সিলেট স্টেশনে পৌঁছে।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম বলেন, বিশেষ ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি