বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

৩ শিশু সহ ঘটনাস্থলেই একই পরিবারের ৭ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫ ১০:২৯:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
41

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকায়।


নিহতরা সবাই ছিলেন একই পরিবারের সদস্য এবং তারা তাদের আত্মীয় প্রবাসী বাহার উদ্দিন নামে একজনকে ওমান থেকে ফেরার পর ঢাকার বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে আসছিলেন।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।


দুর্ঘটনার পর স্থানীয়রা কয়েকজন যাত্রীকে বের করে হাসপাতালে নিয়ে যান । তবে ভেতরে আটকা পড়া সাতজনকে উদ্ধার করলেও তারা কেউ ই জীবিত ছিলেন না । দুর্ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করে বর্তমানে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।



সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি