বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

গোয়াইনঘাট বাজারে হঠাৎ জয় বাংলা স্লোগান

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫ ০৬:০৩:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

আওয়ামী লীগ সরকারের মেয়াদোত্তীর্ণের এক বছর পর হঠাৎ রাজনৈতিক স্লোগানে চমকে উঠেছে সিলেটের গোয়াইনঘাট বাজার। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে থানার পথে একটি প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল এক আসামিকে। পথিমধ্যে হঠাৎ করেই ভ্যানের ভেতর থেকে ভেসে আসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন স্লোগান। মুহূর্তেই বাজার এলাকায় সৃষ্টি হয় কৌতূহল ও চাঞ্চল্য।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ওই ব্যক্তি ছিলেন গোয়াইনঘাটের পরিচিত মুখ, যুবলীগ নেতা এবং একাধিক মামলার আসামি বাহার উদ্দিন ওরফে বাক্কই। দীর্ঘ এক বছর পর জনসমক্ষে এই রাজনৈতিক স্লোগান বাজার এলাকায় ফের শোনা গেলো তার মুখে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কোওর বাজার এলাকা থেকে বাহার উদ্দিনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।


গ্রেপ্তারকৃত বাহার উদ্দিন বাক্কই (৩৫) পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভামনগ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রহমান ওরফে ছক্কার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা।


এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ বলেন, ‘বাহার উদ্দিন বাক্কই একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।’


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি