বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

জাফলং চা বাগানে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, স্থানীয়দের বিক্ষোভ, আটক ৩

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫ ০৫:৪৭:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
16

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


ইমাম উদ্দিন (৩৮) নামে যুবককে টোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ইমাম উদ্দিনের মরদেহ উদ্ধারের পর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এরপর পুলিশ তিনজনকে আটক করে।


মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে ইমাম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।


এসব তথ্য করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মোহাম্মদ তোফায়েল জানান, রাতের যে কোন সময় ইমাম উদ্দিনকে চা বাগানের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেন।


স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে তাকে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি