মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

শাবিপ্রবিতে শাহজালাল (রহ.) নামে কর্ণার স্থাপন

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫ ১১:২৬:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
65

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ শাহজালাল (রহ.) নামে প্রতিষ্ঠিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (শাবিপ্রবি) একটি কর্ণার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 



আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪র্থ তলায় কর্ণারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 



উদ্বোধনকালে উপাচার্য বলেন, আজ শাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শাবিপ্রবি প্রতিষ্ঠার ৩দশক পেরুলেও শাহজালাল (রহ.)নামে কোনো কর্ণার স্থাপন করা হয়নি। আামরা আজ কর্ণারটি উদ্বোধন করতে পেরে অনেক বেশি আনন্দিত। 



তিনি বলেন, শাহজালাল (রহ.) কর্ণার স্থাপনের উদ্দেশ্য প্রধান ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এই মহৎ ব্যক্তি সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারেন।  কর্ণারটিতে শাহজালাল (রহ.) উপর লিখিত বিভিন্ন বই, পুস্তকের পাশাপাশি উনার ব্যবহৃত প্রতিকি তরবারী রাখা হয়েছে।



উদ্বোধনকালে বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি