মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর ‘একান্ত সময়’, অপু বিশ্বাসের নতুন পোস্ট

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫ ০৯:৫২:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
8

নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী—দুজনই এখন নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তবু এই সিঙ্গেল তারকা মায়েদের নিয়ে ভক্তদের কথার যেন শেষ নেই। এর কারণ, কথা বলার মতো পরিস্থিতি এই দুই নায়িকাই তৈরি করেন। কেউ একজন শাকিবকে নিয়ে কিছু পোস্ট দিলেই পাল্টা পোস্ট দেন আরেকজন। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। পরপর শাকিব খানকে নিয়ে বুবলী দুটি ঘটনার জন্ম দিলেও একেবারেই নীরব ছিলেন অপু বিশ্বাস। নিজের মতো করে থাকার চেষ্টা করলেও এই নায়িকাকে একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের খোঁচা সহ্য করতে হচ্ছে।


দুই নায়িকার ভার্চ্যুয়াল যুদ্ধের যেন শেষ নেই। অপু বিশ্বাস ও বুবলী—উভয়েই হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন। কখনো অপু বিশ্বাস ইঙ্গিতে শবনম বুবলীকে খোঁচা মারেন। আবার শবনম বুবলীও কম যান না, তিনিও বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে খোঁচা মারেন। এ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হতেন। এসব নিয়ে সম্প্রতি অনেকটাই চুপ রয়েছেন অপু বিশ্বাস। আবার তাঁর উদ্দেশেও শবনম বুবলীকে তেমন কিছু লিখতে দেখা যায় না।


এরই মধ্যে শাকিবকে ঘিরে বুবলী সম্প্রতি দুবার খবরের শিরোনাম হয়েছেন। গত ২৫ জুলাই শাকিব-বুবলী খবরের শিরোনাম হন। একাধিক গণমাধ্যমে খবর হয়, এবার একসঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন শাকিব ও সন্তান শেহজাদ খান বীর। তাঁদের সঙ্গে থাকবেন বুবলীও।


এ ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি অপু বিশ্বাস। সেদিন প্রতারিত এক গরু ব্যবসায়ীকে ওমরাহ হজে পাঠানোর খবর ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা। অপু চুপ থাকলেও ভক্তরা সে পোস্টেই নানা রকম মন্তব্য করেন। সোনিয়া নামের একজন মন্তব্য করেছেন, ‘অপু আপা, আপনাকে বলব, এ রকম বাবা থাকার চাইতে সন্তানের বাবা না থাকাই ভালো। আপনি সম্মান নিয়ে বাঁচুন, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। একদম ভুলে যান সব স্মৃতি, সব ভালোবাসা। যারা আপনাকে নিয়ে ব্যঙ্গ করে নানান কথা বলছে, তারা একবার নিজেই জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন তো, সবকিছু মেনে নেওয়া কি এতটাই সহজ!’ জান্নাত নামের একজন লিখেছেন, ‘ওদিকে বুবলী ছড়াচ্ছে, সে নাকি শাকিবের সঙ্গে আমেরিকা যাচ্ছে। কতটা সত্য, আপনার জায়গা থেকে ক্লিয়ার করেন।’


এরপরও অপুর চুপ থাকায় ভক্তরা হতাশ হন। অনেকেই মন্তব্যে এটাও বলেছেন, অপু চুপ থাকার কারণ তিনি নিজেও শিগগিরই শাকিবের কাছে যুক্তরাষ্ট্রে সন্তানসহ যাবেন। এসব কোনো কিছু নিয়েই মুখ খোলেননি অপু।


গতকাল বুবলী পোস্ট করেন বীর, শাকিবসহ একগুচ্ছ ছবি। কোনো ছবিতে এই সাবেক দম্পতি হাত ধরে হেঁটে যাওয়ার ভঙ্গিতে। তাঁদের হাসিখুশি ছবিটিতে সাড়ে তিন লাখের মতো প্রতিক্রিয়া এসেছে। ৬৮ হাজার মন্তব্য। ৮ হাজারের বেশি দর্শক ছবিটি শেয়ার করেছেন। গতকাল বুবলী ছবিগুলো ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। তখনো চুপ ছিলেন অপু বিশ্বাস।


নীরব অপু আজ ফেসবুকে একটি সেলুনের প্রচারণা করেছেন। অপুর এই স্ট্যাটাসে এটাই বোঝা যায়, তিনি হয়তো আর ভার্চ্যুয়াল যুদ্ধে যেতে চান না। নিজের কাজ নিয়েই থাকতে চান। তারপরও এমন স্ট্যাটাসে একাধিক ভক্ত অপু বিশ্বাসকে খোঁচা মেরে মন্তব্য করেছেন।


মনিরা নামের একজন লিখেছেন, ‘বিশ্বাস করেন, কালকে বুবলীর পোস্ট দেখে আমি কান্না করে ফেলছি, সবকিছু পেছনে ফেলে এগিয়ে যান। মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে।’ রোবেনা কাজী লিখেছেন, ‘অপুর উচিত শাকিবকে মন থেকে মুছে ফেলা।’


অনেকই অপু বিশ্বাসের চুপ থাকাকে সমর্থন করছেন। এটাকেই অপুর বুদ্ধিদীপ্ত পথ বলছেন ভক্তরা। তাবাসসুম আক্তার লিখেছেন, ‘সঠিক সময় সঠিক প্রচার। অথচ অনেকেই অপেক্ষা ছিল আপনার কাউন্টার পোস্টের। তাদের চোখ ছিল আপনার ফেসবুক পোস্টের দিকে। এই সুযোগে আপনি আপনার বিজনেস প্রচারটা করে নিলেন, এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম। আজীবন বুদ্ধিমান হয়ে থাকেন, শুভকামনা রইল আপনার জন্য।’


আর্জিনা খাতুন লিখেছেন, ‘অপু বিশ্বাস একজন সাহসী ও সফল নারী। যদি তিনি ভাঙতেন, অনেক আগেই ভেঙে যেতেন। কিন্তু তিনি সহজে ভাঙেন না। কারণ, তিনি নিজের সাহসে তৈরি।’


এদিকে গতকাল সন্ধ্যার পর অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকার এ প্রসঙ্গে কথা বলেন। বুবলীকে ঘিরে এক প্রশ্ন অপু বিশ্বাস বলেন, ‘যার নাম বললেন তিনি একজন প্রফেশনাল আর্টিস্ট। ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।’


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি