বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদেরকে এনসিপির কাছ থেকে চাঁদাবাজি শিখতে হবে, ওরা চাঁদাবাজের দাদা।’
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল নতুন সৃষ্টি হয়েছে, এখনও নিবন্ধন পায়নি- এনসিপি, কেউ কেউ বলেন ন্যাশনাল চিলড্রেনস পার্টি, আবার কেউ কেউ বলেন ন্যাশনাল সার্কাস পার্টি। আমরা বলি তারা ছোট মানুষ। ভুল করছে। ভুল কিন্তু মাত্রাতিরিক্ত করছে। তারপরও আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। আমরা কোনো উসকানিতে যাবো না। ওদের কিছু নেতা জানি না কদিন করেছে গণ অধিকার পরিষদ, কদিন পরে করেছে আরেক দল, এখন আবার এ্ই নতুন দলে। ওদের চরিত্র সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। ওরা বিএনপির নেতাকর্মীদেরকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করতে চায়। চাঁদাবাজের তকমা আমাদের গায়ে লাগাতে চায়। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে ওরা চাঁদাবাজের দাদা। বিএনপির নেতাকর্মীরা ওদের কাছ থেকে চাঁদাবাজি শিখতে হবে।’
সোমবার (৪ আগস্ত) দুপুরে নগরীর জিন্দাবাজারের একটি হলরুমে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসএম জিলানী আরও বলেন, 'যারা নির্বাচনকে ভয় পায় তারা সংস্কারের দোহাই দিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অথচ বাংলাদেশে সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা ২০২৩ সালে জাতির সামনে উপস্থাপন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ৩১ দফা সংস্কারের মধ্যেই রয়েছে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশের রুপরেখা। ৩১ দফা সংস্কার প্রস্তাবনা ও ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।'
তিনি বলেন, 'যে কাজ করলে দেশ এবং দলের উপকার হবে সেই কাজ করতে হবে এবং যেই কাজ করলে দেশ ও দলের ক্ষতি হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে।'
তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, 'কারো ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। একাত্তর এবং চব্বিশের পরাজিত শত্রুরা দেশ, দল ও জিয়া পরিবারের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র ও প্রতিনিয়ত মিথ্যাচার করে বেড়াচ্ছে। এসব ষড়যন্ত্র ও অপ্রচারের বিরুদ্ধে রাজপথ ও সোস্যাল মিডিয়ায় নেতাকর্মীদের শালীনতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে স্বোচ্চার হতে হবে।'
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
সভায় অতিথি ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।
মতবিনিময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুল রউফ, সৈয়দ সরওয়ার রেজা, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান, আব্দুস সালাম আজাদ সাহেদ, শেখ আব্দুল মনাফ, হাবিবুর রহমান হাবিব, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদদু, সাইদুর রহমান, মো: আশিক মিয়া, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন, ১৩ উপজেলা ও ৫ পৌরসভার মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, বিশ্বনাথ উপজেলার সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌরসভার সদস্য সচিব আহমদ দুলাল, ওসমানীনগর উপজেলার আহবায়ক রকিব আলী, বালাগঞ্জ উপজেলার আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, জকিগঞ্জ উপজেলার আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এডভোকেট রুহুল আমিন, জকিগঞ্জ পৌরসভার আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, কানাইঘাট উপজেলার আহবায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক মওদুদুল হক সুমন, সদস্য সচিব নাসির আহমদ আবেদ, গোলাপগঞ্জ পৌরসভার সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব আফজল আহমদ। এছাড়া সভায় ১৩ উপজেলা ও ৫ পৌরসভার যুগ্ম আহবায়কবৃন্দ, ইউনিয়ন কমিটির আহবায়ক, সদস্য সচিব এবং পৌরসভার ওয়ার্ডসমূহের আহবায়ক, সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির বলেন, অন্যরা যেখানে ব্যর্থ হয়েছে স্বেচ্ছাসেবক দল সেখানেই সাফল্য দেখিয়েছে। সিলেটে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সাহসী ও অগ্রনী ভূমিকার প্রশংসা করে তিনি আগামীদিনে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, 'আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখার পুরস্কারস্বরুপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৫০টি আসনে স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে মূল্যায়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি জানান।'