স্বদেশের গণ্ডি পেরিয়ে অনেকেই এখন প্রবাসী । প্রিয় স্বদেশে পেছনে ফেলে আসা স্মৃতি, সোনালি শৈশব হাতছানি দেয় প্রতিটি প্রবাসি বাঙালিকে। কর্মব্যস্ততা, দিনের ক্লান্তি শেষে নিজ মাতৃভূমিতে ফেলে আসা স্মৃতি প্রত্যেক প্রবাসীর হৃদয়ে আঁচড় কাটে৷প্রবাসে হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে প্রতিবছরের ন্যায় এবারও কানাডার টরেন্টতে সম্পন্ন হলো গোলাপগঞ্জ ফাউন্ডেশনের ফ্যামেলী-ফ্রেন্ডস গেট টুগেদার অনুষ্ঠান।
সোমবার (৪ আগস্ট) সকাল ১০ টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলে অনুষ্ঠান। ফাউন্ডেশনের সভাপতি নেওয়াজ চৌধুরী সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাবির আহমদ শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডলি বেগম এনপিপি।
প্রকৃতির চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার হাতছানিতে নারী-পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় মিশে একাকার হয়েছিল ঐতিহ্য বাহী গোলাপগঞ্জ ফাউন্ডেশনের এ আয়োজনে। দিনব্যাপী এই আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছিল প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। শ্রদ্ধা আর ভালোবাসার সান্নিধ্যে কুশল বিনিময় চলে একে অপরের।
টরেন্টো শহরের মনিংসাইড পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দিনব্যাপী চলে ছোট ছোট শিশু-কিশোরদের নানা প্রতিযোগিতা, নারীদের বিভিন্ন ধরনের খেলা আর বড়দের চিরাচরিত আড্ডা । পরিবার পরিজন নিয়ে প্রবাসী বাঙালিরা আনন্দে উৎসবে মেতে উঠে আর উপভোগ করে প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্য।
অনুষ্টানে আগত অতিথিরা ফুড পার্টনার 'উন্দাল রেষ্টুরেন্টে'র খাবারের ভূয়সী প্রশংসা করেন।এছাড়াও ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গোলাপগঞ্জ উপজেলা প্রবাসী বাঙালীদের ১২ আইটেমের ভর্তার আয়োজনও ছিলো।তাছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গ্রামীন বাজারের ছবি সম্বলিত প্লেকার্ডগুলো সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের শেষে আগত অতিথিবৃন্দ ও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা জানান, খুবই ভালো লাগছে অনেকদিন পরে সবাই একত্রিত হতে পেরে। আগামী দেশের কল্যাণে এলাকার কল্যাণে সবাইকে অতীতের মত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।