সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে টেকনোলোজিক্যাল হাবে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
আজ সোমবার (০৪ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত “উন্নত ভৌগলিক সরঞ্জাম এবং প্রযুক্তির ব্যবহার” শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩২০ একর ক্যাম্পাসকে একটি টেকনোলজিক্যাল হাবে রূপান্তরে কাজ করছি। সেই লক্ষ্যে আমাদের সব ধরণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি বর্তমানে ক্যাম্পাসে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান থাকার ফলে শিক্ষার্থীদের চলাচলে কিছুটা অসুবিধা হতে পারে। তবে আমি সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি এবং উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
কর্মশালা আয়োজন সম্পর্কে তিনি বলেন, আজকের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ভৌগোলিক টুলস ও প্রযুক্তির ব্যবহার শিখতে পারবে, যা তাদের বাস্তব জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। আমি কর্মশালার সার্বিক সফলতা কামনা করি। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডিজিটাল ম্যাপ-এর আনুষ্ঠানিক উন্মোচনের পাশাপাশি পরিবেশ পর্যবেক্ষণে একটি ড্রোনের উদ্বোধন করেন।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজিত এই কর্মশালায় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম সভাপত্বিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম ।
উপ-উপাচার্য বলেন, “আজকের কর্মশালা অত্যন্ত সময়োপযোগী। ভূগোল ও পরিবেশ একটি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে দক্ষ করে গড়ে তুলতে এই ধরনের প্রযুক্তিনির্ভর কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্যোগকে উৎসাহিত করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন গবেষণা কর্মকর্তা তানিয়া সুলতানা। এছাড়া আরও বক্তব্য রাখেন এস্টেট অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত।