মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও প্রাইভেটকার কারসহ আটক ২

  • প্রকাশের সময় : ০২/০৮/২০২৫ ১০:৪৮:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
21

সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার কার সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।




আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে লিমন আহমদ জয় (২৬)।



পুলিশ জানায়, সিলেট নগরের জিন্দাবাজারের ব্যবসায়ী কামাল হোসেন (৩৬) প্রতিদিনের মতো কাজে শেষে গত মঙ্গলবার রাত ৯ টায় হোটেল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে পূর্বপরিচিত ব্যক্তি তামিম তাকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে প্রথমে মোটরসাইকেলে উঠায় এবং পরে হাউজিং এস্টেট ৮নং লেন এলাকা থেকে প্রাইভেটকারে উঠায়। প্রাইভেটকারে থাকা ৪ জন ব্যক্তি তাকে সালুটিকর ব্রিজের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও ভয়ভীতি প্রদর্শন করে তার নিকট থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। পরে আসামিরা কামাল হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়ার উদ্দেশ্যে সালুটিকর থেকে বাইপাস হয়ে বাইশটিলা এলাকায় যাওয়ার পথে স্থানীয় বাজারে উপস্থিত জনতা দেখে কামাল হোসেন চিৎকার দিলে লোকজন তাদের গাড়ীকে ধাওয়া দেয়। 




একপর্যায়ে কামাল হোসেন গ্র্যান্ড সিলেটের সামনে পৌঁছালে কৌশলে প্রাইভেটকারের জানালা দিয়ে বের হয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় এয়ারপোর্ট থানা পুলিশ ২ জন ছিনতাইকারীকে প্রাইভেটকারসহ আটক করেন।



মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই ঘটনার বিষয়ে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।




সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি