বিগত দুটি ঈদে সিলেটের জাফলং পিকনিক স্পটে বেড়াতে আসা পর্যটক,দর্শনার্থীদের তথ্যসহ সার্বিক সেবায় ও দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
শুক্রবার (১ লা আগষ্ট) বেলা ১১টায় উপজেলা হল রুমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির যৌথ আয়োজনে স্বেচ্ছাসেবকদের মাঝে এ সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি রতন কুমার অধিকারী'র সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, বিশ্বে অর্থনৈতিক খাতের গতি বাড়াতে যেসকল খাতের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো পর্যটন। তাই পর্যটন কেন্দ্রগুলোকে এগিয়ে নিতে আমাদের সকলের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় জনগণ ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে এবং সেই সাথে পর্যটন স্পটগুলোর উন্নয়ন ও আকর্ষণ বাড়াতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য শাওন মিয়া, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আশিষ দা সৌরভ, গোয়াইনঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারম্যাট আলম মিয়া।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উপলক্ষে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।