মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

বিদ্যুৎকেন্দ্রে আগুন,৭ ঘণ্টা ধরে অন্ধকারে হবিগঞ্জ

  • প্রকাশের সময় : ০১/০৮/২০২৫ ০৫:৩০:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ ঘণ্টা ধরে হবিগঞ্জ জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় হঠাৎ জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন থেকেই একাধিকবার ওই উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। এরপর সন্ধ্যায় হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে উপকেন্দ্রটিতে আগুন ধরে যায়।




শাহজীবাজার সাব স্টেশনের ট্রান্সমিটারে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকৌশলী আব্দুল মান্নান।




তিনি জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রাথমিকভাবে ট্রান্সফরমারে ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। মেরামতের কাজ চলমান রয়েছে।




হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, স্টেশনের সিটি বাল্ব ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। 



শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি শাহ ফতেহগাজী মাজারের খাদিম ফরিদ শাহ জানান, ‘সন্ধ্যার পর হঠাৎ করে পিডিবির সাব-স্টেশন থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। কিছু সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। তবে পুরো এলাকা অন্ধকারে রয়েছেন।


এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।



সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি