বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

‎জকিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ৩১/০৭/২০২৫ ১০:০০:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
21

‎সিলেটের জকিগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম-এসআইডিপি'র ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।


‎বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায়  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিলেট জেলা শিক্ষা অফিস ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‎উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মৌলুদুর রহমানের সভাপতিত্বে ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।


‎বিশেষ অতিথি ছিলেন মাউশি'র লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া ও সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।


‎বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের সভাপতি ইমরান আহমদ। প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বক্তব্য দেন হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মাসুক আহমদ, সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এখলাছুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রিফাত সানজিদা নাবিলা।


‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যগণ, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।


‎অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ও ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি