সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রোমান (২৩) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এনামুল নামে আরও এক কর্মচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।
নিহত রোমান আহমদ (২৩) সিলেট সদর উপজেলার লুসাই এলাকার বাসিন্দা ও একই উপজেলার মহালদিক এলাকার বাসিন্দা এনামুল হক। তারা দুজনেই ঠিকাদারি প্রতিষ্ঠান সাইনরাজ কোম্পানির কর্মচারী।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। এ সময় হঠাৎ একটি চাকা ফেটে বিস্ফোরিত হলে সেখানে কর্মরত দুইজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় রোমানকে। পরে সেখানে বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত এনাম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় চাকা ফেটে দুজন আহত হন। আহতদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেখানে আইসিইউ না পাওয়ায় অন্য হাসপাতালে নিয়ে গেলে রোমান নামের ওই কর্মচারী মারা যায়।