শিক্ষার্থীদের নিজস্ব গবেষণাপত্র নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সমাজবিজ্ঞান বিভাগে গবেষণা বিষয়ক এ প্রতিযোগিতাটি শুরু হয়। উপস্থাপন শেষে দুপুর ১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে শাবিপ্রবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক মো. আল আমিনের সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
উপাচার্য বলেন, সমাজবিজ্ঞান বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি। কারণ এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সমাজের মানুষদের খুব কাছ থেকে দেখার সুযোগ পান এবং সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে গবেষণা করে থাকেন। আজ শিক্ষার্থীদের গবেষণার উপর করা উপস্থাপনে এসব চিত্র ফুটে উঠেছে। শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগ দেশের ও সমাজের মানুষের জন্য জন্য বৃহৎ পরিসরে কাজ করবেন বলে আশাবাদ তিনি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল গনি এবং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ মো. আতিকুল হক, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া প্রমুখ।
আয়োজনে শিক্ষার্থীরা তাদের স্নাতক ও স্নাতকোত্তরের থিসিস, সিনিয়র প্রজেক্ট এবং রিসার্চ মনোগ্রাফ কোর্সের আওতায় সম্পন্ন গবেষণাগুলো পোস্টার আকারে উপস্থাপন করেন।
উপস্থাপনায় মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসী নারীদের পুনর্বাসন অভিজ্ঞতা থেকে শুরু করে হিজড়া জনগোষ্ঠীর রূপান্তরময় জীবন কিংবা জলবায়ু সংকটে প্রান্তিক মুন্ডা জনগোষ্ঠীর সংগ্রামসহ সমসাময়িক সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আকলিমাতুল জান্নাত ফাবিয়া, দ্বিতীয় আবদুল্লাহ হারিস পাশা এবং তৃতীয় শাহজালাল আহমেদ, নাজনীন সুলতানা, সাদিয়া ইসলাম ও পরমা রহমান।