বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : ৩১/০৭/২০২৫ ০৯:০১:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
17

সিলেটে আওয়ামী লীগের দুজন নেতাকেগ্রেফতার করেছে র‍‍্যাব ও পুলিশ।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে তাদেরকে গৃরেফতার করো হয়েছে বলে জানায় পুলিশ। 


গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বেড়িবিল গ্রামের ময়নুল হোসেন মিন্টুর ছেলে ও রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন (৪১) এবং জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা-মানববিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন (৬০)। 


এদের মধ্যে আনোয়ার হোসেনকে বুধবার (৩০ জুলাই) বিকালে র‍‍্যাব-৯ এর সহযোগিতায় সিলেট কোতোয়ালি মডেল থানাপুলিশ মহানগরের জিন্দাবাজার এলাকা থেকে গ্রফতার করে। 


অপরদিকে, বুধবার দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির পুলিশ টিম লামাবাজারের বিলপাড় এলাকা থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করে। 


বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করে পুলিশ।


এসব তথ্য বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি