বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

সিলেট-১ আসনের বদলে সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে নগরের ৯ টি ওয়ার্ড

  • প্রকাশের সময় : ৩১/০৭/২০২৫ ১১:২৩:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
27

দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।


সিলেট বিভাগের মধ্যে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে সিলেট-১ ও সিলেট-৩ আসনে।


এরমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে কেটে সিলেট-৩ আসনে যুক্ত করার প্রস্তাব হয়েছে।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডকে সিলেট-৩ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।


ভোটার সংখ্যা, ভৌগোলিক অখণ্ডতা এবং প্রশাসনিক কাঠামো বিবেচনায় নির্বাচন কমিশনের কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।


তিনি বলেন, 'সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ৬ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ২০২২ সালের আদমশুমারি এবং হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে কারিগরি কমিটি একটি প্রস্তাবনা দেয়।'


তিনি আরও জানান, এ বছর সংসদীয় আসনপ্রতি গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। সেই ভিত্তিতে গাজীপুরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে, ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।


যেসব আসনের সীমানা পরিবর্তন হয়েছে- পঞ্চগড়: ১, ২; রংপুর: ৩; সিরাজগঞ্জ: ১, ২; সাতক্ষীরা: ৩, ৪; শরীয়তপুর: ২, ৩; ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫; সিলেট: ১, ৩; ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩; কুমিল্লা: ১, ২, ১০, ১১; নোয়াখালী: ১, ২, ৪, ৫; চট্টগ্রাম: ৭, ৮; বাগেরহাট: ২, ৩।


নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'গাজীপুরে আসন বাড়ানো এবং বাগেরহাটে কমানোর প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। ভোটার ও জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'


নির্বাচন কমিশন বলছে, নতুন সীমানা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি