বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

শিক্ষা উপদেষ্টার সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন

  • প্রকাশের সময় : ৩০/০৭/২০২৫ ০৭:৫৯:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
17

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।


বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।


শিক্ষা উপদেষ্টা সকল ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের কথা মনযোগ সহকারে তাদের পাশে বসে শুনেন, এ সময় তিনি কয়েকটি ক্লাসরুম ঘুরে ঘুরে দেখেন।


তিনি বলেন শিক্ষার মানোন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। এ কলেজের সবকিছু নিয়ম মোতাবেক হবে বলে তিনি জানান।


 এ সময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন, উপপরিচালক শিক্ষা ড. আব্দুল কাদের, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং, সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, এপিপি এডভোকেট খোরশেদ আলম, সমাজসেবী জাহেদ আহমদ, জহিরুল ইসলাম, কছির মিয়া, আব্দুল খালিক, ফয়জুর রহমাম, সাংবাদিক মো. মতিউর রহমান।


শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, সুমন কুমার নন্দি, আবুল কাশেম, সেলিম উদ্দিন, নিরঞ্জন চন্দ্র দাস


সহকারী শিক্ষক শামছুর রহমান, সত্যেন কুমার মন্ডল, প্রভাষক সুলতানা জাহান, রিপন চন্দ্র সাহা, আব্দুল মুক্তার, চন্দন কুমার প্রামাণিক, রহমত আলী, সহকারী শিক্ষক  মাহফুজা আক্তার, সাজনা সহকারী, হুসনা বেগম, তাহমিনা আক্তার শিপা প্রমুখ।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি