বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
রাজু রুদ্র পালকে শ্রেষ্ঠ তথ্য প্রদানকারীর পুরস্কার প্রদান

গোলাপগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন ত্বরান্বিতকরণে বিশেষ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ৩০/০৭/২০২৫ ০১:১৮:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
38

গোলাপগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন ত্বরান্বিতকরণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী এবং গ্রাম পুলিশদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


এসময় জুন-২০২৫ মাসে গ্রাম পুলিশদের মধ্যে উপজেলায় শ্রেষ্ঠ জন্ম মৃত্যু নিবন্ধনে তথ্য প্রদানকারী হিসেবে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহল্লাদার রাজু রুদ্র পালকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, 'একটি শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কারও মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন করা আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এটি শুধু একটি আইনি বিষয় নয়, বরং এটি একজন নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবার ভিত্তি।


তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে একজন ব্যক্তির আইনি পরিচয়, নাগরিক সুবিধা, শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট, উত্তরাধিকার, সামাজিক নিরাপত্তা ও সরকারি সহায়তা নিশ্চিত হয়। এটি উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও সঠিক পরিসংখ্যান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন, মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে সবার প্রতি আহবান জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি