সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশে ভোক্তার অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনার। এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২৯০জন শিক্ষার্থী প্রশিক্ষণ পেয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে এ সেমিনারাটি শুরু হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সহযোগীতায় আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমান।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান।
প্রবন্ধে আলীম আখতার বাংলাদেশে প্রচলিত বাজার পরিস্থিতি, ভোক্তা অধিকারের বাস্তবতা, ব্যত্যয়ের প্রকৃতি, রাষ্ট্রকাঠামোর অভ্যন্তরীণ ও মৌলিক অস্পষ্টতা, ভোক্তা অধিকার সুরক্ষার বিশ্বচিত্র, দেশে ভোক্তা অধিকারের আইনী বিধান ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।