শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

বিশ্বনাথে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা-মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : ২৮/০৭/২০২৫ ১১:১১:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
134

সিলেটের বিশ্বনাথে গভীর রাতে দরজা ভেঙে বসতঘরে প্রবেশ করে যুবলীগ কর্মীর স্ত্রী ৩ সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ করতে না পারায় তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় রক্তাক্ত জখম করা হয়েছে। পরে স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।


শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের চক রাম প্রসাদ (লামারচক) গ্রামের যুবলীগ কর্মী আব্দুস শহীদের বাড়িতে এই ঘটনা ঘটেছে।


এ ঘটনায় রোববার ( ২৭ জুলাই) বিকেলে আব্দুস শহীদের স্ত্রী (মুন্নি বেগম (৩১) বাদি হয়ে তিনজনকে আসামী করে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


ওই লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন- আজিজনগর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে তোরন মিয়া (৩১), চক রাম প্রসাদ (লামারচক) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে  আলমগীর হোসেন (২৫) ও একই গ্রামের মৃত ইছমত উল্লার ছেলে আলতাবুর রহমান (৪০)। এছাড়াও অভিযোগে অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও ২/৩ জনকে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন রাতে তিনি সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

আসামীরা গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি প্রতিহতের চেষ্টা করলে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপ দিয়ে গুরুতর আহত করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন চলে আসলে আসামীরা দ্রæত পালিয়ে যায়।


এর পূর্বে প্রায় সময় আসামীরা রাস্তায় দেখলে তাকে বিভিন্ন রকমের অশালীন কর্থাবার্তা ও খারাপ আচরণ করতো। এছাড়াও প্রায় সময় খারাপ মনোভাব নিয়ে বাড়ির আশপাশে ঘুরাফেরা করেছে বলে উল্লেখ করেন।


জানতে চাইলে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, আসামীদের সাথে বাদী পক্ষের দীর্ঘদিনের পূর্ব বিরোধ রয়েছে। বিষয়টি তার কাছে একটু সন্দেহজন মনে হচ্ছে। তবে অধিকতর তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।


এব্যপারে জানতে চাইলে অভিযুক্ত আলতাবুর রহমান (৪০) বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। পুলিশ গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলে ঘটনার কোনো সত্যতা পাবে না বলে তিনি দাবি করেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি