বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগরে সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে প্রশাসনকে হুমকী, অতঃপর শ্রীঘরে

  • প্রকাশের সময় : ২৮/০৭/২০২৫ ০৭:৫৯:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
32

সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  আহবায়ক ও জামায়াত নেতা পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকী এবং অনৈতিক কাজ করাতে বল প্রয়োগ ও সরকারি কাজে বাধা সৃষ্টি করার অপরাধে মোঃ মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড দিয়ে আদালতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত। 


সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালতে সে দোষ স্বীকার করলে তাকে এই দন্ড প্রদান করেন তাকে।


 সে ওসমানীনগরের সাদীপুরের আব্দুর রাজ্জাকের পুত্র। 



উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাহবুবুর  নিজেকে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে  জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ  অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকী প্রদান করে আসছিল। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকীও দেয়। 



সোমবার ভুমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকী প্রদান করলে  তাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। ভাম্যমান আদালতের বিচারকের কাছে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এই কাজে তাকে ডাঃ আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচণা দিয়েছেন বলে জানায়। আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকার অর্থদন্ড প্রদান করে  জেল হাজতে প্রেরণ করেন। 



উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে  এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্র্তাদের হুমকী প্রদানসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিল। সোমবার অফিসে এসে আবারও হুমকী প্রদান করে। ভ্রাম্যমান আদালতের কাছে সে দোষ স্বীকার করে। করায় তাকে আইননগত ভাবে আদালত বসিয়ে দন্ড প্রদান করে আদালতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি