বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

  • প্রকাশের সময় : ২৭/০৭/২০২৫ ০১:৫৩:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
28

সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার (২৭ জুলাই) সকালে বিষ্ফোরক ও ভাংচুরের মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল খালিক।


তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিক ১নং ও রুনু মিয়া ২নং আসামী ছিলেন। এতদিন তারা জামিনে ছিলেন। রোববার (২৭ জুলাই) তারা জামিন নিতে আদালতে আসলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 


উল্লেখ্য- ফলিক ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকা কালে তিনি সিলেটের পরিবহন সেক্টরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেন। এই সময় কোন কিছু হলে পরিবহন শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিতেন তিনি।


২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। এই মামলায় ফলিক ও রুনু জামিনে ছিলেন।

সর্বশেষ রোববার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি