যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক দক্ষিণ সুরমা বাসির উপস্থিতিতে জমকালো আয়োজনে সিলেটের দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ২০বৎসর পূর্তি ও গুণিজন সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে (২২শেজুলাই) পূর্ব লন্ডনের একটি হলে আনন্দঘন পরিবেশে এই উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন শাহজাহান শিকদার, এম এ আলী, সেবুল ইসলাম এবং ডালিম আহমদ এর যৌথ পরিচালনায়অ নুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন করেন গাজী আব্দুল আহাদ।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানের সূচনা পরবর্তিতে সংগঠনের ওয়েব সাইড উদ্ভোধন করেন প্রধান অতিথি আহমদ উস সামাদ চৌধুরী জেপি। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা পাশা খন্দকার এম বি ই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর সাবেক স্পীকার খালিছ উদ্দিন আহমেদ, মউরভেলী কাউন্সিলর সাবেক মেয়র জাহাঙ্গীর হক, সুইন্ডন কাউন্সিলের সাবেক মেয়র জুনাব আলী, কার্ডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর সাবেক স্পীকার আহবাব হোসেন, জাহেদ চৌধুরী, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি আজিজ চৌধুরী, প্রতিষ্টাতা সভাপতি কামাল আহমদ, সাভেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর নৌশাদ আলী, মকসুদ রহমান, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বজলুর রশিদ এম বি ই, এম জি মউলা মিয়া এম বি ই, আসাদ আলী, রয়েল রিজেন্সির আব্দুল বারী, জয়তুন ওয়েল ফেয়ার এর আব্দুল মজিদ লাল মিয়া, প্রাইড অব এশিয়ার সেলিম আহমদ, জনাব আব্দুল হক আবু, আব্দুল মোক্তার সাইস্তা, প্রফেসার মাসুদ আহমেদ, হাজী তহুর আলী, কবির আহমদ, আবুল কালাম, মোশাহীদ খান, রফিক উদ্দিন, সাহান চৌধুরী,আব্দুল মজিদ ফটিক, জাকারিয়া আহমদ, জাহেদ আহমদ, এনামুল হক কামরান, দেলওয়ার হোসেন দিলু।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুর রশিদ বাবুল, মোস্তফা মিয়া, আব্দুল মতিন,কাজী বাবর উদ্দিন আহমদ, সিদ্দিকুর রহমান জয়নাল, এমদাদুল হক পাভেল, বদরুল হক শাহীন, সহ সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইলিয়াছ আলী, তোয়াহিদুর রহমান টিপু, আলীম উদ্দিন ফয়সল, সালেহ আহমদ, খলিল খান, শিবলী আহমদ, সলিসিটার শাহীন উদ্দিন, ডক্টর হেলাল উদ্দিন, ইমরান আজাদ, শিপন শিকদার ফাত্তাউর, শাহ রায়হান উদ্দিন,নজরুল ইসলাম বাবুল, হুমায়ুন আহমদ রাহাত,গনি মিয়া, রূমান আহমদ, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাবিল আহমদ, তৈয়ব আলী সাজু, নুরুল গনি,কয়েছ আহমদ লিঠন,দারা মিয়া, মো: তাজুল ইসলাম, মনোহর আলী, শাহ হাবিবুর রহমান,মোস্তাক আহমদ, শফিকুর রহমান, নাভিল আহমদ, আবু বক্কর সিদ্দিক ফয়ছল,জালাল হান্নান, আজমল হোসেন, আছকির আলী, আব্দুল ছাত্তার,মোস্তাক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে "শিকড়" ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়, এবং ১ টি মরণোত্তর সহ প্রায় অর্ধশত এওয়ার্ড প্রদান করা হয়। মরণোত্তর এওয়ার্ডটি দেয়া হয় সংগঠনের প্রতিষ্টাতা আহবায়ক মরহুম আতাউর রহমান সুফি মিয়া কে এবং গ্রহণ করেন তার সুযোগ্য পূত্র সিদ্দিকুর রহমান জয়নাল।
অনুষ্ঠানে প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন এবং উত্তরার মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফিজ জিলু খান,পরিশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান পরিবেশন করেন বিলেতের সংগিত শিল্পী শতাব্দী রয় এবং দূর্বা দেব।