বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

হবিগঞ্জে শহিদ মিনারে সমাবেশের অনুমতি পায়নি এনসিপি

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২৫ ০২:৫৮:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
26

শহিদ মিনারে সমাবেশের অনুমতি না দেওয়ায় হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে পদযাত্রা বাস্তবায়ন কমিটির স্থানীয় আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল এ-মন্তব্য করেন।


তিনি বলেন, ‘কয়েক দিন আগেই জেলা প্রশাসককে নিমতলা শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করি। সেই হিসেবে আমরা প্রচার-প্রচারণা করি। কিন্তু আজ বিকেলে আমাদের ডেকে নিয়ে বলেন, এটি রাজনীতিক প্রোগ্রাম, তাই অনুমতি না দেওয়ার কথা জানান।’


আবু হেনা মোস্তাফা কামাল বলেন, ‘জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনীতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন। তাঁর আচরণে আমরা বিস্মিত হয়নি।’


এ সময় উপস্থিত ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়ক মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্যসচিব অ্যাড. ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু প্রমুখ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হেনা মোস্তাফা কামাল জানান- বৃহস্পতিবারের (২৪ জুলাই) পদযাত্রা শহরের নিমতলা (শহিদ মিনার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে এসে শেষ হবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি