বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: বিয়ানীবাজারে ডা. শফিকুর রহমান

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২৫ ০১:৩৭:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
20

আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য তবে কোনো ‘অপরিপক্ক বা প্রহসনের নির্বাচন’ জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


ড. শফিকুর রহমান বলেন, 'নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তি ও কালো টাকামুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও হবে ব্যর্থ।'


প্রবাসীদের ভোটাধিকার শুধু নয়, প্রবাসে বসেই যাতে তারা ভোট দিতে পারেন, সে ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াত আমীর।


সরকারি পর্যায়ে নৈতিকতার সংকট তুলে ধরে তিনি বলেন, '৫৪ বছরে চারিত্রিক সম্পদের অভাবে এ দেশ গঠন হয়নি। যারা ক্ষমতায় আসে, তারা জনগণের স্বার্থের বদলে নিজেদের স্বার্থকেই বড় করে দেখে। তারা দুদককে ভয় পেলেও আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত, তবে দেশ অনেক দূর এগিয়ে যেত।'


আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে দেশের অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 'যে বিপুল অর্থ পাচার হয়েছে, তা দেশে থাকলে আর কোনো অর্থনৈতিক সংকট থাকত না।'


দুর্নীতির নানা মাত্রা থাকলেও সবচেয়ে ভয়াবহ রূপ হলো ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, 'জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ হবে মানবিক, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র।


‘ফ্যাসিবাদবিরোধী বিপ্লব’ প্রসঙ্গে তিনি বলেন, 'এই বিপ্লব কারও একক কৃতিত্ব নয়। এর কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই। সবাই মিলে এ বিপ্লব ঘটিয়েছে, আর সবাই মিলে গড়বে একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ।'


বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত এই সমাবেশের আয়োজন করে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও এতে বক্তব্য রাখেন। সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে অংশ নেন।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি