বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

ফুটপাত দখলমুক্তির দাবিতে শোয়া কর্মসূচি

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৫ ০২:১৪:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
28

ফুটপাত-সড়ক দখলমুক্তির দাবিতে সিসিক কার্যালয়ের সামনে শোয়া কর্মসূচি পালিতকর্মসূচি’ পালন করেছেন তিনটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফুটপাত দখল করে চলা অবৈধ ব্যবসা এবং এর পেছনে থাকা প্রশাসনিক ও রাজনৈতিক সহায়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্সুচীতে অংশগ্রহনকারীরা রাস্থায় শুয়ে প্রতিবাদ জানান ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে।


 আগে বুধবার (১৬ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবনের সামনের রাস্তায় এই দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।


কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সিলেট নগরীর বিভিন্ন ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা চালানো হচ্ছে। এসব দখলদারদের কাছ থেকে নিয়মিত টাকা নেন কিছু রাজনৈতিক নেতা, সিটি করপোরেশনের কতিপয় কর্মচারী এবং পুলিশের কিছু সদস্য। এ কারণেই তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।


নেতৃবৃন্দ বলেন, ‘নগরবাসীর দুর্ভোগ লাঘবে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে। আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি-এর মধ্যে যদি হকার ও দখলদারদের উচ্ছেদ করা না হয়, তাহলে বুধবার একই স্থানে ‘শোয়া কর্মসূচি’ পালন করবো। এরপরও যদি কোনো উদ্যোগ না দেখা যায়, তাহলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবো।’

আজকের শোয়া কর্সূচীতে আংশ নেন তিনটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি