গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিঃ সিলেটে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় চোরাচালানের মালামাল আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন(৪৮ বিজিবি)'র আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্ট এলাকায় সমুহ থেকে এসব মালামাল আটকে সক্ষম হয় বিজিবি।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ০২ কোটি ২৪ লক্ষ টাকা। বিজিবির সূত্রে জানা যায় ২২ জুলাই ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ী, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজিসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক *সিজার মূল্য-২,২৪,৩৯,৩০০.০০ টাকা*। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।